January 15, 2025, 10:50 am
আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, মৎস্যজীবি প্রতিনিধি নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী, মৎস্যজীবিসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে বিগত ৭দিনে গৃহীত ও বাস্তবায়িত কাজের মুল্যায়ন করে আলোচনা রাখা হয় এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে মৎস্য চাষের ক্ষেত্রে আশাশুনির মৎস্য চাষী ও মৎস্যজীবিরা মৎস্য সেক্টরের অগ্রগতি সাধনে সচেষ্ট থাকবেন সে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Comments are closed.