November 11, 2024, 3:42 am
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান (বিপিএম) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই দেবাশিষ মন্ডল ও এসআই বিজন কুমার সরকার অভিযান চালিয়ে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ কাটাখালী গ্রামের মৃত আঃ অদুদের পুত্র আবু কালাম শেখকে হাতেনাতে গ্রেফতার করেন।এসআই বিজন কুমার সরকার অভিযান চালিয়ে জিআর-০৩/১৯ আসামী শে^তপুর গ্রামের শাহাজান ঢালীর পুত্র শাহিন ঢালীকে গ্রেফতার করেন। এএসআই জাকির হোসেন সিআর-৫৮০/১৭ আসামী রামনগর গ্রামের মৃত পান্নালাল রক্ষিতের পুত্র কার্তিক রক্ষিতকে, এএসআই শাহ জামাল সিআর-১১২/১০ আসামী গদাইপুর গ্রামের ছাদুদ্দীন সরদারের পুত্র ওয়েজ কুরনিকে এবং এএসআই শাহ জামাল পৃথক অভিযানে সিআর-২২০/১১ আসামী একই গ্রামের ছাদুদ্দীন সরদারের পুত্র ফারুক হোসেনকে গ্রেফতার করেন।
Comments are closed.