আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান (বিপিএম) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই বিল্লাল হোসেন শেখ অভিযান চালিয়ে সিআর-১২৮/১৭ আসামী জামালনগর গ্রামের আঃ আজিজ গাজীর পুত্র নূর ইসলাম গাজীকে গ্রেফতার কারেন। এসআই বিজন কুমার সরকার অভিযান চালিয়ে সিআর-১৮২/১৮ ও সিআর-১৬৩/১৮ আসামী দরগাহপুর গ্রামের আঃ সবুর সরদারের পুত্র হারুন সরদারকে এবং এএসআই শাহ জামাল সিআর-৪৭/১৯ আসামী গরালি গ্রামের মৃত আঃ গফুর গাজীর পুত্র আব্দুল্লাহ গাজীকে গ্রেফতার কারেন।