আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই শাহ জামাল অভিযান চালিয়ে সিআর-১০২/১৯ আসামী কমদহা গ্রামের মফির গাজীর পুত্র রুবেল গাজী ও মৃত রোলে মিস্ত্রির পুত্র রশিদ মিস্ত্রকে গ্রেফতার করেন। এএসআই মিলন হোসেন সিআর-১০২/১৯ আসামী নাকনা গ্রামের মৃত ছবেদ আলি সানার পুত্র রফিকুল আলীকে, এএসআই কায়ছারুল ইসলাম সিআর-৯০/১৯ আসামী চেউটিয়া গ্রামের সাইদুল বিশ^াসের পুত্র আবু সালেককে এবং এএসআই শাহ জামাল পৃথক অভিযানে সিআর-৯০/১৯ আসামী নাকনা গ্রামের ছামাদ পাড়ের পুত্র জাহাঙ্গীর পাড়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।