January 15, 2025, 12:03 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
আশাশুনিতে প্রতিবন্ধি পরিবারের বসতঘরে তালা!

আশাশুনিতে প্রতিবন্ধি পরিবারের বসতঘরে তালা!

আশাশুনির শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা গ্রামে এক প্রতিবন্ধি পরিবারের বসতঘরে তালা লাগিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত ২৫ জুলাই বেলা ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে। প্রতিবন্ধি পরিবারটি এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে বলে অভিযোগ উঠেছে। এমন জঘন্য ঘটনার পর কোমলমতি শিশুসহ পরিবারটির সাংসারিক সব কিছু তালা বন্ধ ঘরে রয়ে গেছে। এখন এলাকাবাসীর প্রশ্ন এ পরিবারের শিশু তামান্না (২), প্রতিবন্ধি আল মামুন (৫), মা মাছুরা খাতুন, পিতা আবু হাসান তাহলে কি খোলা আকাশের নিচে বসবাস করবে ? বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থা ও মানবধিকার সংস্থাসহ সরকারের উপরি মহালের তদন্ত পূর্বক হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী। শ্রীউলা ইউপি চেয়ারম্যান জানান, এ বিষয়টি উপজেলা চেয়ারম্যান আমাকে মাপ জরিপ করে অবগত করার কথা বলেছেন।

সে মোতাবেক আমার প্রতিনিধি মেম্বর ইয়াছিন আলী ও উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি বুদ্ধদেব সরকারের উপস্থিতে মাপ জরিপ সম্পন্ন হয়েছে। মাপ জরিপে দেখা যায় আবু হাসান গং’দের জমির মধ্যে এসএ রেকর্ডীয় মালিকের ওয়ারেশ করিম জোয়ার্দ্দার ১০ শতক জমি আছে। বসত ঘরে তালা দেওয়ার কথা জানতে চাইলে তিনি বলেন একটি পক্ষ তালা দিতে পারে এটা অস্বাভাবিক কিছু না। তিনি আরও বলেন, বিষয়টি উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে অচিরেই একটা সমাধান হবে বলে তিনি জানান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com