March 27, 2025, 5:53 pm
আশাশুনিতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে একব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা সোদকোনা ইটভাটা সংলগ্ন একটি মৎস্য ঘের থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল গোদাড়া গ্রামের স্বপন সরকারের পুত্র সুভাষ সরকার। সে পার্শ্ববর্তী জনৈক এক বক্তির জন্য ভাড়ায় বালু উত্তোলন করছিল। এ খবরে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনকারী মালিককে জরিমানা না করলেও ভাড়ার মেশিন মালিক সুভাষকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে নগদে আদায় করা হয়েছে। আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, এসআই ফনিভূষণ, অফিস সহকারি আব্দুর রশিদসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এছাড়া সুভাষ সরকার আর কখনো এমনিভাবে বালু উত্তোলন করবে না বলে অঙ্গীকার করে এ যাত্রায় মুক্তি পায়।
Comments are closed.