October 31, 2024, 3:12 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
আশাশুনিতে মা ইলিশ ধারা ও ক্রয়-বিক্রয় বন্দ সংক্রান্ত প্রচার।

আশাশুনিতে মা ইলিশ ধারা ও ক্রয়-বিক্রয় বন্দ সংক্রান্ত প্রচার।

আশাশুনি প্রতিনিধিঃআশাশুনিতে মা ইলিশ মাছ না ধরা ও ক্রয়-বিক্রয় না করা সংক্রান্ত প্রচার ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সরকার ৯ অক্টোবর হতে ২২ দিন দেশের সকল অঞ্চলে ইলিশ মাছ ধরা,ক্রয়-বিক্রয় করা ও পরিবহন সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এ নিষেধাজ্ঞা যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে।

এরই আওতায় বুধবার উপজেলার সকল এলাকার গ্রাম পুলিশ ও সর্ব সাধারনের মধ্যে সচেতনা সৃষ্টি এবং সকল এলাকায় যাতে নিষেধাজ্ঞা অমান্য না হয় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়ে প্রচার চালান হয়েছে। সাথে সাথে সকলের হাতে এতদসংক্রান্ত লিফলেট তুলে দেওয়া হয়।এসময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সকল এলাকায় মাইকিং করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ নিষেধাজ্ঞা অমান্য না হয় সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com