October 22, 2024, 2:00 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
আশাশুনিতে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ

আশাশুনিতে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ

আহসান উল্লাহ বাবলু: আশাশুনিতে রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট এর পক্ষ থেকে সুপার সাইক্লোন  আম্ফানে ক্ষতিগ্রস্ত সুফলভোগীদের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় আত্মমানবতার সেবায় নিয়োজিত। ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপ নগর ইউনিয়নের পানিবন্দি মানুষের পাশে থেকে তাদেরকে আর্থিক সহায়তা ও সবজি বীজ বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে এই অঞ্চলের মানুষের কল্যাণার্থে আমরা কাজ করে যাব এবং দুস্থ অসহায় মানুষ যাহাতে আরও বেশি সুযোগ-সুবিধা পায় সে ব্যাপারে আমি আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব। রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে শ্রীউলা ইউনিয়নে দুইশত ও প্রতাপ নগর ইউনিয়নে দুইশত সুফলভোগী পরিবারের মাঝে চার হাজার পাঁচশত টাকা ও সবজি বীজ বিতরণ করা হয়। আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নির্বাহী সদস্য শেখ হারুন আর রশিদ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক এস এম আক্তার হোসেন, নির্বাহী সদস্য শেখ তৌহিদুর রহমান ডাবলু, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, জেলা পরিষদ সদস্য মোঃ মহিতুর রহমান,মোঃআব্দুল হাকিম প্রমূখ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com