আশাশুনিতে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানাগেছে, রোববার দিবাগত সন্ধ্যায় এসআই শেখ বিল্লাল হোসেন ও এএসআই জয়নাল মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজারের মৃত মিরাজ সরদারের পুত্র আব্দুল গফ্ফার, সদরের শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল মান্নান তরফদারের পুত্র ইকরামুল কবির ও মৃত আনছার আলী তরফদারের পুত্র সবুর তরফদারকে শোভনালী ইউনিয়নের বদরতলা গ্রাম হতে আটক করে। পরে তাদের দেহ তল্লাসি করে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ব্যাপারে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪(০৯)১৯ নং মামলা করে গতকাল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।