October 31, 2024, 3:12 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
আশাশুনির কাদাকাটিতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

আশাশুনির কাদাকাটিতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

আশাশুনি : আশাশুনিতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামে।পুকুর মালিক কাদাকাটি গ্রামের মৃত নিয়ামত আলী সরদারের পুত্র আলহাজ্জ মহব্বত আলী সরদার জানান, আমার ঘরের সামনেই এ বৃহত আকৃতির পুকুরটি। ঘটনার রাতে তিনি ফজরের আযানের পর ওজু করার জন্য পুকুরে গেলে পুকুরের মাছ গুলোকে লাফালাফি করতে দেখেন। এসময় তিনি প্রতিবেশি মৃত কওছার সরদারের পুত্র (পুকুরের ডিট গ্রহিতা) কাশেম আলীকে খবর দেন। কাশেম আলী আসার পর সে পুকুরে নামলে নিশ্চিত হন যে কে বা কারা বিষ প্রয়োগ করেছে পুকুরের পানিতে। মালিকের থেকে ডিট নেয়া কাশেম আলী জানান, হারি দিয়ে পুকুর নিয়ে মাছ কিনে ছেড়ে বড় করতে আমার অনেক টাকা খরজ হয়েছে। এ ঘটনায় তার প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, এখান থেকে ২ মাস আগে কে বা কারা একই ভাবে পুকুরে বিষ দিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছিলো তার। বিষ দিয়ে মাছ নিধন করার বিষয়ে থানায় ণিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছিলো বলে প্রতিবেদককে জানিয়েছে আলহাজ্জ মহব্বত আলী সরদার।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com