October 3, 2024, 10:14 pm
আশাশুনি প্রতিনিধি:আশাশুনি-সাতক্ষীরা সড়কের কুল্যার মোড়ে ইজিবাইক আড়াআড়ি দাড় করিয়ে সড়ক অবরোধ করা হয়েছে। ফলে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০ টার দিকে এঘটনা ঘটে। ইজিবাইক চালকরা জানান, সকাল ৯ টার দিকে তাদের ইজিবাইক কুল্যার মোড় দিয়ে চলাচলে বাধা দেয় মিনিবাস চালক-হেলপার ও স্টেশনের কর্মকর্তা/কর্মচারীরা।তারা কুল্যার মোড় ও কুলতিয়ার মোড়ে গিয়ে ইজিবাইক থেকে প্যাসেঞ্জার নামিয়ে নেয় এবং ইজিবাইকের চাবি খুলে নেয়। ইজিবাইকে রোগীও নিতে দেয়না। এখবর ছড়িয়ে পড়লে বহু ইজিবাইক চালক তাদের ইজিবাইক নিয়ে কুল্যার মোড়ের রাস্তায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। ইজিবাইক সমিতির কেউ কেউ এসময় রাস্তা থেকে ইজিবাইক পাশে নিয়ে প্রতিবাদ জানানোর চেষ্টা চালায়।বাস চলাচল করাতে না পেরে এক পর্যায়ে মিনিবাস চালকরাও রাস্তায় বাস থামিয়ে ইজিবাইককে ঘেরারও করে রাখে। ফলে দীর্ঘ ১ ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে অসংখ্য যাত্রী সাধারণ। খবর পেয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সালাম ঘটনাস্থানে পৌঁছে রাস্তা থেকে সকল যানবাহন সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম খবর পেয়ে ঘটনাস্থানে আসেন এবং অসহায় গরীব ইজিবাইক চালকদের সমস্যার কথা শোনেন এবং মিনিবাস চালকদের কথাও শোনেন।তিনি শান্তি বজায় রেখে সকল যানবাহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেব্যাপারে জেলা প্রশাসকের সাথে কথা বলবেন বলে জানান।
Comments are closed.