July 27, 2024, 8:59 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
আশাশুনির টেংরাখালিতে শিক্ষক অপসারণের দাবীতে কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আশাশুনির টেংরাখালিতে শিক্ষক অপসারণের দাবীতে কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আশাশুনি : আশাশুনির টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতনের গণিত শিক্ষক উত্তম কুমার রায়ের অনৈতিক ও নিয়মবহির্ভূত কার্যকলাপের অভিযোগে স্কুল থেকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতনের সামনে প্রধান সড়কে ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের আয়োজনে ও অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। স্কুলের সাবেক বিদ্যুৎসাহী মহেন্দ্র নাথ সানার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য অমৃত কুমার সানা, গোপাল চন্দ্র সানাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তাগন বলেন, স্কুলের গনিত শিক্ষক উত্তম রায় মাত্রারিক্ত অর্থের বিনিময়ে স্কুলে ও বাড়িতে শতাধিক শিক্ষার্থীদের কয়েকটি ব্যাচে টিউশানি বা প্রাইভেট পড়ান। তার নিকট যে সকল শিক্ষার্থীরা প্রাইভেট পড়বে না তাদের বিভিন্ন সাময়িক পরীক্ষায় কম নম্বর দিয়ে থাকেন। তার বাড়িতে পড়তে গেলে তার স্ত্রী ছেলে মেয়েদের দিয়ে ইট, বালি বহন করা, হাঁস-মুরগীর কুঁড়ো দেয়াসহ যাবতীয় গৃহস্থালীর কাজ করে দিতে বাধ্য করেন। যে সব শিক্ষার্থীরা এ সব কাজ না করে দেয় তারা টাকা দিয়েও পড়তে পারে না। এ ছাড়াও উক্ত শিক্ষকের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ থাকায় তাকে ঐতিহ্যবাহী এই স্কুল থেকে দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে আমাদের আন্দোলন অব্যহত থাকবে। মানববন্ধনের পর আন্দোলনকারীরা হলদেপোতা টু গোয়ালডাঙ্গা সড়কে বিক্ষোভ মিছিল ও অভিযুক্ত শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করে। আন্দোলনকারীরা অনতিবিলম্বে দূর্নীতিবাজ শিক্ষক উত্তম রায়ের অপসারনের দাবীতে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com