March 18, 2025, 12:20 am
আশাশুনির তেতুলিয়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লাথি-কিলে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত কানাই সরকারের পুত্র পঞ্চরাম সরকার তেতুলিয়া বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে জনৈক আবুল ফকিরের বাড়ির সামনে পৌছানো মাত্র পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী গৌরপদ ওরপে খোকন সানার পুত্র শান্ত সানা (৪০) হঠাৎ তাকে কিল-লাথি মারে। এক পর্যায়ে পঞ্চরাম মাটিয়ে লুটিয়ে পড়ে শ্বাসক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে। সাথে পার্শ্ববর্তী লোকজন ঘটনা স্থলেই হাজির হয়ে থানা পুলিশে খবর দেয়। ততক্ষণে শান্ত সানা স্থানীয় সাবেক এক ইউপি মেম্বরের মটরসাইকেলে উঠে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ খবরে সন্ধ্যা ৭টার দিকে থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম এসআই হাসানুজ্জামান ও বিজন কুমার সরকারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে সুরতহাল কার্যক্রম চালান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ মর্গে প্রেরণ ও মামলার প্রস্তুতি চলছিল বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে। প্রসঙ্গত: রিপোর্ট লেখাকালিন মারপিটের আসল কারণ জানা না গেলেও নাম প্রকাশে অনেকে জানান, পার্শ্বববর্তী শাহ বাড়ির আপন দু’ভাইয়ের দ্বন্দ্বে জেরে এবং পূর্বশত্রুতার জেরে এ ঘটনার উদ্ভব। বিষয়টি সঠিক তদন্তপূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতার আনার জন্য নিহতের পরিবারসহ স্থানীয় সচেতন মহলের দাবী।
Comments are closed.