January 14, 2025, 9:38 am
আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’১৯ (অনুর্ধ ১৭) দু’টি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দরগাহপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের খেলায় কাদাকাটি বনাম দরগাহপুর ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। খেলায় নির্ধারিত সময় উভয় দল অতিরিক্ত সময়ের খেলায় ১-১ গোল করে ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে দরগাহপুর একাদশ ৫-৪ গোলে কাদাকাটি একাদশকে পরাজিত করে। অপর দিকে ‘বি’ গ্রুপের চাপড়া হিন্দোল যুব সংঘের ফুটবল মাঠে শ্রীউলা ইউনিয়ন একাদশ বনাম শোভনালী ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে শ্রীউলা দলের ১০নং জার্সি পরিহিত ক্যাপ্টেন আব্দুল্লাহ’র একমাত্র গোলে শোভনালী দলকে পরাজিত করে। খেলা দু’টি পরিচালনা করেন পিপুল ও আসাদুর রহমান আসাদ। খেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হকসহ অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো দর্শকবৃন্দ। আজ বুধবার বেলা তিনটায় চাপড়া হিন্দোল যুব সংঘের ফুটবল মাঠে ‘বি’ গ্রুপের এক মাত্র খেলায় আশাশুনি বনাম কুল্যা ইউনিয়ন একাদশ মুখোমুখি হবে।
Comments are closed.