October 31, 2024, 3:12 am
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) এর দিক নির্দেশনায় এবং আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুস সালাম স্যারের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-১৩/১১/১৯ তারিখে এসআই (নিঃ) পীযূষ কান্তি ঘোষ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় নিয়মতি মামলা ১৩(১১)/১৯ এর আসামী ১. মোঃ মনিরুল গাজী, পিং-মোঃ শহিদ গাজী, সাং-জামালনগর, থানা-আশাশুনি, সাতক্ষীরাকে জামালনগর এলাকা তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। অপরদিকে এএসআই (নিঃ) শাহ জামাল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-১৪৩/০৮ (ওয়ারেন্ট) মূলে আসামী ২. মোঃ নুর ইসলাম, পিং-মৃত সোনাই সরদার, জিআর-২২০/১১ (ওয়ারেন্ট) মূলে আসামী ৩. মোঃ সিরাজুল সরদার, পিং-মৃত সোনাই সরদার, জিআর-১১২/১০ (ওয়ারেন্ট) মূলে আসামী ৪. বাক্কার সরদার, পিং-মৃত কপিল উদ্দীন সরদার এবং জিআর-৯২/১৮ (ওয়ারেন্ট) মূলে আসামী ৫. মোঃ আলম সরদার, পিং-মোঃ আশু সরদার, সর্ব সাং-গদাইপুর, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাদেরকে তাহাদের নিজ নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। এছাড়াও ইং-১৪/১১/১৯ তারিখ এএসআই (নিঃ) দেবাশিষ মন্ডল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় পাঃ জাঃ-২২/১৯ (সাজাপ্রাপ্ত) (ওয়ারেন্ট) মূলে আসামী ৬. মোঃ নজরুল ইসলাম, পিতা-মোঃ সামছুর রহমান গাজী, মাতা-রিজিয়া বেগম, সাং-বসুখালী, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাকে তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। এএসআই (নিঃ) মোঃ নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৭৪০/১৯ (ওয়ারেন্ট) মূলে আসামী ৭. মোঃ শাহরিয়ার রহমান, পিং-মোঃ আব্দুল করিম, সাং-জামালনগর, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাকে তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। আসামীদেরকে বিচারার্থে ইং-১৪/১১/১৯ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Comments are closed.