October 6, 2024, 10:13 pm
এইচ রিফাতঃপ্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মোড়স্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সকল সদস্যের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে আব্দুস সামাদ বাচ্চুকে সভাপতি ও সোহরাব হোসেনকে সাধারণ সম্পাদক করে ১ বছর মেয়াদী ১৭ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এমএম সাহেব আলী, সহ-সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক এমএম নুর আলম ও আনিছুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, দপ্তর সম্পাদক জগোদীশ সানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জ্বলেমিন হোসেন, ক্রিড়া সম্পাদক মাসুম বাবুল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শেখ আরাফাত হোসেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক এমএস মুকুল শিকারী, নির্বাহী সদস্য শেখ আছাদুজ্জামান মুকুল, ইলিয়াস হোসেন ও রনদা প্রসাদ মন্ডল।
Comments are closed.