September 9, 2024, 12:01 pm
আশাশুনি প্রেস ক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের আহবায়ক বোরহান উদ্দিন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব এস কে হাসানের পরিচালনায় সভায় প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সেক্রেটারী জি এম আল-ফারুক, সচ্চিদানন্দদে সদয়, আঃ আলিম, আলী নেওয়াজ, মাসুদুর রহমান, সমীর রায়, গোলাম মোস্তফা, হাসান ইকবাল মামুন, বাহবুল হাসনাইন, আকাশ হোসেন, গোপাল কুমার মন্ডল, শাহাদাৎ হোসেন টিটল, হাবিবুল্লাহ বিলালী উপস্থিত ছিলেন। সভায় ২৪ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ১৬ সেপ্টেম্বর ভোটার তালিকা প্রকাশ, ১৭ সেপ্টেম্বের মনোনয়নপত্র জমা, ১৮ সেপ্টেম্বর মনোয়নপত্র যাচাই বাছাই, ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য করে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।
Comments are closed.