আশাশুনি প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আব্দুল আলিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকাল ৫টার দিকে তার বাড়ি আশাশুনির মহিষকুড় থেকে মোটরসাইকেল যোগে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়ে আলীপুর পেট্রোল পাম্প সংলগ্ন পৌছালে ট্রাকের ধাক্কায় মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। সাথে সাথে সাংবাদিক গোপাল কুমার মন্ডল ও বাবুরাম সরদারসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে পার্শ্ববর্তী প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। তার আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল-ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এসএম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন টিটল, দপ্তর সম্পাদক আকাশ হোসেন, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বোরহান উদ্দিন বুলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ইকবাল মামুনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।