January 14, 2025, 2:55 am
করোনা ভাইরাস প্রতিরোধে সাবেক স্বাস্থ্য মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্ঠা পরিষদের সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপির সাথে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের হলরুমে এ ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিক্ষক নীল কন্ঠ সোমের সভাপতিত্বে মোবাইল ফোনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আশাশুনি মহিলা কলেজের প্রভাষক মাহবুবুল আলম ডাবলুর সঞ্চালনায় প্রতাপনগর ইউনিয়নের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান এডভোকেট শহীদুল ইসলাম পিন্টু। এসময় প্রধান অতিথি উভয়ের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং করোনা মহামারীর সময় ধৈর্য ধরার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শাহানেওয়াজ ডালিম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, বড়দল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আালিম, কাঁদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দিপংকর সরকার দীপ, কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাছেত হারুন চৌধুরী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহিল বাচ্চু, বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরঞ্জন কুমার ঢালি, শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহম্মদ সরদার, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সকল নেতাকর্মী এক সঙ্গে কাজ করতে হবে। এরজন্য স্বাস্থ্যবিধি মেনে লকডাউন বাস্তবায়ন করতে হবে। প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের করোনা প্রতিরোধে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, সংগঠনের মধ্যে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে সেটি মোবাইলে নয় এক জায়গায় বসে সমাধান করা হবে। এর জন্য তিনি ধৈর্য ধরার পরামর্শ দেন।
Comments are closed.