December 27, 2024, 3:03 am
এসএম আশরাফুল ইসলাম: ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে পানিবন্দী হয়ে হাজার হাজার মানুষের জীবন যাত্রা দূর্বিসহ হয়ে পড়েছে, সেই সাথে করোনার প্রকোপ এবং লকডাউনের ফলে মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের তিন বেলা খাবার জুটানোই কষ্টসাধ্য হয়ে গেছে। রুজি রোজগারের কোনো উপায় নেই এমন অসহায় ২০টি পরিবারের হাতে ফেসবুক গ্রুপ ‘ইউনাইটেড সাতক্ষীরা’র পক্ষ থেকে ঈদ বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, সেমাই, চিনি, মুড়ি, সাবান, মাস্ক এবং ঔষধ সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন ইউনাইটেড সাতক্ষীরা গ্রুপের শ্যামনগর উপজেলার প্রতিনিধি মুজাহিদ ইসলাম মিনার, গোলাম রাব্বানী, ফাহাদ আহমেদ, আশাশুনি উপজেলার প্রতিনিধি মো. সুলাইমান, আল আমিন সরদার, মো আবু সাইদ প্রমূখ। ইউনাইটেড সাতক্ষীরা গ্রুপের এডমিন উম্মে ফুয়ারা রাণী জানান, ‘সাধারণ মানুষের দুঃখ কস্ট ঘুঁচাতে এটি আমাদের সামান্য প্রচেষ্টা। আগামী দিনেও অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাবো। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।’
Comments are closed.