February 5, 2025, 3:53 am
নতুন ছবির শুটিং করতে প্রথমবারের মতো ইউরোপ যাচ্ছেন চিত্রনায়িকা পরীমনি।‘দ্য অ্যাডভাইজার’নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি । ডিসেম্বর থেকে কাজ শুরু হবে। ছবিটির একটি অংশের শুটিং হবে ইউরোপে।
চলচ্চিত্রটির বিষয়ে নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা শফিক হাসান। ‘দ্য অ্যাডভাইজার’ ছবির নির্মাতা শফিক হাসান বলেন, ‘সিনেমাটির একজন প্রযোজক হলেন ডেনমার্কের। তাই আমরা ইউরোপেও এর কাজ করবো। এপ্রিলে আমরা ইউরোপ অংশের শুটিং করবো।’ এর আগে এই নির্মাতা পরীমনি ও শাকিব খান অভিনিত ‘ধূমকেতু’ সিনেমাটি নির্মাণ করেছিলেন।
বর্তমানে পরীমনি রাশেদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। তার অভিনীত ‘বিশ্ব সুন্দরী’,‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় আছে। ইফতেখার শুভর নির্মিত ‘মুখোশ’ ছবির শুটিং শুরু হবে শিগগিরই।
Comments are closed.