July 27, 2024, 4:10 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ইছামতি নদীর ক্ষতিগ্রস্থ বেড়ি বাঁধ ৩ফুট উঁচু করে দ্রুত সংস্কার করা হবে : এমপি রবি

ইছামতি নদীর ক্ষতিগ্রস্থ বেড়ি বাঁধ ৩ফুট উঁচু করে দ্রুত সংস্কার করা হবে : এমপি রবি

সাতক্ষীরায় প্রলংকারী ঘূর্ণি ঝড় ইয়াস’র প্রভাবে ইছামতি নদীর প্রবল জোয়ারে প্লাবিত ও ক্ষতিগ্রস্থ হাড়দ্দহা’র ভাঙ্গনকবলিত হাড়দ্দহা বেড়ি বাঁধ পরিদর্শণ করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি শনিবার (২৯ মে) দুপুরে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের হাড়দ্দহা গ্রামের কয়েকটি পয়েন্টে ক্ষতিগ্রস্থ ও ঝুকিপূর্ণ এবং ভাঙ্গনকবলিত হাড়দ্দহা বেড়ি বাঁধ এলাকা ঘুরে দেখেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেন এমপি রবি। এসময় তাৎক্ষনিক সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে হাড়দ্দহা’র ক্ষতিগ্রস্থ বেড়ি বাঁধ ৩ ফুট উঁচু করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন। জোয়ারের পানিতে প্লাবিত হয়ে এলাকার মানুষ যেন আর ক্ষতিগ্রস্থ হয়ে কষ্ট না পায়। আমার এলাকার মানুষ পানিবন্দী হয়ে কষ্ট পাবে আমি তা সইতে পারবোনা। এলাকার মানুষের সুপীয় পানির জন্য ২টি ডিপ টিউবওয়লে নির্মাণের আশ^াস দেন এমপি রবি। ঘূর্ণি ঝড় ইয়াসের প্রভাবে কয়েকটি পয়েন্টে বাঁধ ভেঙ্গে ও ওভার ফ্লো হয়ে হাড়দ্দহা গ্রামে পানি প্রবেশ করেছে। জোয়ারের পানিতে ফসলী জমি, মৎস্য ঘের ও বসত বাড়ির ক্ষতি হয়েছে।’ এসময় দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com