September 14, 2024, 11:20 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশু যৌন নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশু যৌন নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

ইন্টানেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন অধ্যক্ষ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সিআরডিএফের সভাপতি সুভাষ চন্দ্র সরকার। অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে শিশু কিশোররা ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে বিপদগামী হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, পড়ালেখায় মনোযোগ হারিয়ে ফেলছে, অসহিষ্ণু হয়ে উঠছে। এ অবস্থা থেকে শিশুদেরকে সুরক্ষা দিতে হলে আমাদের সকলকে পরিবারের দিকে খেয়াল দিতে হবে। সাথে সাথে শিক্ষা প্রতিষ্টানকে শিক্ষার্থীদের অনুকুল পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখতে হবে।অনুষ্টানে শিশু নির্যাতন সংক্রান্ত জানুয়ারী হতে জুন ২০১৯ পর্যন্ত সমগ্র বাংলাদেশ ও সাতক্ষীরার শিশু যৌন নির্যাতনের সাম্প্রতিক বাস্তবতার উপর ভিডিও চিত্র ও প্রেজেন্টেশন প্রদর্শন করেন, প্রজেক্ট কোঅর্ডিনেটর আল মামুন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান বলেন, নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক নির্দেশিকাটি সদর উপজেলার প্রত্যেকটি মাধ্যমিক স্কুল পর্যায়ে আইসিটি ক্লাসের পাশাপাশি পাঠ দানের বিষয়টি উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে ফলোআপ জোরদার করা হবে ও ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত শিশু যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ে অগ্রগতি সংস্থাকে সব ধরনের সহযোগিতার করা হবে বলে আশ্বাস প্রদান করেন। তিনি এই যুগপযোগী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ও একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মাগফুর রহমান, মাখনলাল বিশ্বাস, মোমিনুল ইসলাম, জিএম আব্দুর রকিব, অনামীকৃষ্ণ মন্ডল, আলাউদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী সেখ ফরিদ আহমেদ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ শিশু সুরক্ষা ফোরামের সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্টানটি সঞ্চালনা করেন সেকট প্রকল্পের প্রোগ্রাম অফিসার সফিউল হক। প্রেস বিজ্ঞপ্তি


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com