প্রতিনিধি: ইন্টারনেটে আপত্তিকর ভিডিও পোস্ট করায় ক্ষোভে অপমানে রশিতে নিজেকে ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী।শুক্রবার তার বাড়ি সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে সে আত্মহত্যার চেষ্টা করে। ওই ছাত্রী এখন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার পারিবারিক সূত্র জানিয়েছে গ্রামের এক লম্পট যুবক আপত্তিকর ভিডিও কৌশলে ধারন করে। পরে সেটি সে ইন্টারনেটে ছেড়ে দেয়। দুই তিনদিন ধরে এ অবস্থা চলাকালে বিষয়টি জানাজানি হয়। এতে মেয়েটি ক্ষোভে ও অপমানে ফেটে পড়ে। সে শুক্রবার দুপুরে বাড়ির সবার অগোচরে নিজ ঘরের আড়ায় ওড়নায় ঝুলে আত্মহত্যার চেষ্টা করে। তাকে দ্রুত নামিয়ে এনে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর থানা পুলিশ জানিয়েছে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।