December 27, 2024, 1:19 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
ইলিশ ধরার অপরাধে আটক ১৬৬

ইলিশ ধরার অপরাধে আটক ১৬৬

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় নৌপুলিশের বিভিন্ন ইউনিট অভিযান পরিচালনা করে ১৬৬ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার নৌপুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকদের হেফাজত হতে ২৯ লাখ ৬২ হাজার ৮৫০ মিটার জাল, ১৬টি নৌকা ও ১৭৫৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।উল্লেখ্য, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে।

সারাদেশে নৌপুলিশের ১১৬টি থানা ও কেন্দ্র রয়েছে। নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত নৌপুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com