July 27, 2024, 12:48 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ইসরায়েলের বিরুদ্ধে এরদোয়ানের কড়া প্রতিক্রিয়া

ইসরায়েলের বিরুদ্ধে এরদোয়ানের কড়া প্রতিক্রিয়া

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ড জার্মানির নাৎসিবাদী নেতা অ্যাডলফ হিটলারের অপরাধযজ্ঞকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় যে হত্যাকাণ্ড চালিয়েছে তার সঙ্গে কোনো কিছুরই তুলনা করা যায় না। গাজায় তারা ১৪ হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছে।

বৃহস্পতিবার, তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির এক বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, গাজা এবং পশ্চিম তীর দুই জায়গায়ই গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। মানব ইতিহাসে শিশু হত্যা অন্যতম লজ্জাজনক ঘটনা বলে উল্লেখ করেন তিনি। ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর কষ্ট কর লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ১০০ বছরেরও বেশি সময় আগে তুরস্ক স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছে। ফলে আমরা জানি স্বাধীনতা অর্জনের জন্য মূল্য দিতে হয়। এসময় এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক সর্বাবস্থায় ফিলিস্তিনি ভাইবোনদের পাশে রয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com