বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ ৬ নভেম্বর,২০১৯ সকাল ৯টায় ইয়ং টাইগার্স অ-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ’২০১৯-২০ এর দক্ষিণ অঞ্চলের ‘বি’ ভেন্যুর ৬ষ্ঠ খেলা ঝিনাইদহ জেলা বনাম চুয়াডাঙ্গা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ঝিনাইদহ জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান করে। জবাবে চুয়াডাঙ্গা জেলা ৩৩.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬২ রান করে। ফলে ঝিনাইদহ জেলা ৯০ রানে জয়লাভ করে। ঝিনাইদহ জেলার তাহমিদ হাসান ৯.৪ ওভারে ২১ রান দিয়ে ৫উইকেট লাভ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। আগামী ৮ নভেম্বর, ২০১৯ ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি