December 27, 2024, 3:41 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
উপকূলীয় এলাকায় বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা

উপকূলীয় এলাকায় বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা

সুন্দরবনের দ্বীপ এলাকায় যেখানে যোগাযোগ ব্যবস্থা নদী কেন্দ্রিক সেখানে জলবায়ু বিপন্ন দরিদ্র পরিবার ও নারী প্রধান পরিবার বসবাস করে লিডার্স সেই সব এলাকার মধ্যে জেলার শ্যামনগর ও খুলনা জেলার কয়রা উপজেলার জলবায়ু বিপন্ন দরিদ্র পরিবার ও নারী প্রধান পরিবার চিহ্নত করে ৩৫০০ স্বাস্থ্য কার্ড প্রদান করে ২০১৩ সাল থেকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান ও বিনা মূল্যে ঔষধ প্রদান করে আসছে। লিডার্স প্রতিমাসে প্রায় ৭০০ পরিবারের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে তারই ধারাবাহিকতায় জুন ২০১৯ এ পানিবাহিত রোগে আক্রান্ত ৯৭ জন, জ¦রে আক্রান্ত ১৫০ জন, চর্মরোগে ৮৫ জন, অপুষ্টি জনিত রোগে আক্রান্ত ৫৪ জন, মাতৃগর্ভকালীন সমস্যা জনিত রোগে ৩৪ জন আঘাতে ব্যথাজনিত আক্রান্ত ২৪৮ জন ও প্রাথমিক স্বাস্থ্য চেক আপ ২৪ জন সর্বমোট ৬৯২ রোগীকে চিকিৎসা প্রদান করে সুস্থ্য করে তুলেছে। লিডার্স কার্ডধারীদের ছাড়াও প্রতি তিন মাস অন্তর শুধুমাত্র জটিল রোগে আক্রান্ত নারীদের গাইনি বিষেজ্ঞ এফসিপিপিএস ডাক্তার দিয়ে চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ঔষধ প্রদান করে থাকে এবং শিশু, কিশোরী ও মায়েদের টিকা গ্রহণ বিষয় পরামর্শ প্রদান, গর্ভবতী মায়েদের পরামর্শ প্রদান পুষ্টি স¤পর্কে ও হাইজিন বিষয়ক সচেতনা প্রদান করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com