July 26, 2024, 11:58 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
একজন জীবন সংগ্রামীর গল্প: ‘ভিক্ষা নয়, কর্ম করেই জীবিকা নির্বাহ করেন কলারোয়ার প্রতিবন্ধী মশিয়ার

একজন জীবন সংগ্রামীর গল্প: ‘ভিক্ষা নয়, কর্ম করেই জীবিকা নির্বাহ করেন কলারোয়ার প্রতিবন্ধী মশিয়ার

‘ভিক্ষা নয়, কর্ম করেই জীবিকা নির্বাহ করেন’ প্রতিবন্ধী মশিয়ার রহমান। দীর্ঘ ১৫ বছর ধরে ভ্যান চালিয়ে তিনি সংসারের চাকা সচল রেখেছেন। মশিয়ার রহমান ২০০০সালে কাঠাল গাছ থেকে পড়ে গিয়ে তার এক পা ও মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যায়। সেকারণে তার শারীরিক বৃদ্ধি হয়নি। লাঠিতে ভর করে পথ চলতে হয় তাকে। শারীরিক এ প্রতিবন্ধকতা নিয়েও জীবনে কখনো ভিক্ষা করেননি তিনি। জীবন সংগ্রামী মশিয়ার রহমান কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল গ্রামের মৃত বাকাতুল্লার ছেলে। ছোটবেলায় বাবাকে হারিয়ে মায়ের অনুপ্রেরণায় তিনি কাজ করতে শেখেন। মশিয়ার বলেন, ‘প্রথম জীবনে মিষ্টির দোকানে কাজ করেছি। পরে ১৫ বছর ধরে ভ্যান চালাচ্ছি। প্রথমে প্যাডেল মেরে ভ্যান চালিয়েছি। এখন ব্যাটারি চালিত ভ্যান চালাচ্ছি।’ তিনি দুঃখ করে বললেন- ‘ভ্যানের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। ১০থেকে ১২কিলোমিটারের বেশি চালাতে পারি না, বাকি সময় বসে থাকতে হয়। ব্যাটারি কিনতে পারছি না। সমিতি থেকে লোন নেব কিন্তু হচ্ছে না।’ সাধারণত পার্শ্ববর্তী কলাটুপি বাজার এলাকায় ভ্যান চালান মশিয়ার রহমান। তার নামটি সবার কাছে প্রিয়। সদা হাস্যোজ্জ্বল মশিয়ার। কলাটুপি টু কাজিরহাট, রায়টা টু কলারোয়া সড়কে ভ্যান চালান তিনি। এক ছেলে সন্তানের জনক মশিয়ার রহমান। ছেলের শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বুক ভরা আশা আর স্বপ্ন নিয়ে হাড়ভাঙ্গা পরিশ্রম করে চলেছেন জীবন সংগ্রামী মশিয়ার। সরকারিভাবে পঙ্গু ভাতা ছাড়া কারো তেমন কোনো সহযোগিতা তিনি পান না। বেসরকারি প্রতিষ্ঠানগুলো ও সচেতন মহল প্রতিবন্ধী মশিয়ার রহমানের সহযোগিতায় এগিয়ে আসবেন বলে এলাকাবাসী আশা করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com