একে আজাদ কাননকে জাতীয় রেফারীতে পদোন্নতি
- Update Time :
Thursday, July 11, 2019
-
156 দেখা হয়েছে
কুলিয়া প্রতিনিধি: জেলা ফুটবল রেফারী এ্যাসোসিয়েশনের সদস্য একে আজাদ কানন প্রথম শ্রেণির রেফারী থেকে জাতীয় শ্রেণির রেফারীতে পদোন্নতি পেয়েছেন। তিনি ২০০৬ সালে বাগেরহাট সরকারি শারিরীক শিক্ষা কলেজ থেকে প্রথম শ্রেণির রেফারীর প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন জেলায় ও জাতীয় পর্যায়ে রেফারিং করে আসছিলেন। তিনি ২০১০ সালে ২য় শ্রেণি ও ২০১৪ সালে প্রথম শ্রেণির রেফারী হন। তিনি সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের রহমউদ্দীন মোড়লের ছেলে। তিনি জাতীয় রেফারীতে পদোন্নতি পাওয়ায় তার রেফারিং গুরু সাতক্ষীরা জেলা ফুটবল রেফারী এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি রফিক-উল-ইসলাম খান ও সাধারণ সম্পাদক তৈয়ব হাসান বাবুর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাথে সাথে আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে রেফারিং সাফল্যের জন্য সকলের দোয়া কামনা করেছেন।