October 3, 2024, 10:49 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
এক কিলোমিটার সড়কের ভোগান্তির শিকার তিন উপজেলার হাজারো মানুষ!

এক কিলোমিটার সড়কের ভোগান্তির শিকার তিন উপজেলার হাজারো মানুষ!

S M Hasan Alie : সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা মোড় থেকে শালিখা কলেজ পর্যাপ্ত প্রায় ১ কিলোমিটার সড়কের বেহাল দশা। প্রায় ২০ বছর আগে এই রাস্তার ওপর দু স্তরে ইটের ছলিং তৈরি করে এল জি ই ডি। কিন্তু সময় সাথে সাথে সড়কটিরি যানবহন চলাচল করায় সড়ক রুপ নেই মরন ফাঁদে। দীর্ঘ ৫ বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি।দিনে হাজার হাজার মানুষের চলাচল এ সড়ক দিয়ে। এই জনগুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে খুলনা জেলার পাইকগাছা উপজেলার,সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সহ সাতক্ষীরা সদরে যাতায়াত করতে ব্যাবহার করা হয় সড়কটি। প্রায় ১ কিলোমিটার সড়কটি খানা-খন্দে ভরপুর। কেবল ছোট গর্ত নয়, বড় বড় গর্ত হা করে আছে অধিকাংশ জায়গায়। ভ্যান, অটো, ইজিবাইক, ট্রলিসহ সকল যানবাহনগুলো গর্তে পড়লে বিকলঙ্গ হয় নিশ্চিত ভাবে।শালিখা মোড় থেকে শালিখা কলেজ পর্যন্ত সড়কের গর্তগুলো অন্যান্য গর্তের গভীরতাকে হার মানায়। বড় গর্তগুলোতে ছোট মানের চাকা পড়লে বিপদে পড়ে চালকরা। সামান্য বৃষ্টি হলেই চাষাবাদের উপযোগী হয়ে ওঠে সড়কটি, সেই সাথে সাথে পথচারীদের শুরু হয় হাটা-চলার অন্তহীন দূর্ভোগ। বৃষ্টি কাল স্থানীয় দের মেনে নিতে হয় “ভোগান্তির কাল” হিসাবে। এদিকে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে জানা-অজানা নানান দূর্ঘটনা, উল্টে যাচ্ছে সাধারণ যানবাহন সহ পন্যবাহী যানবাহন গুলো। মুমূর্ষু রোগীদের চিকিৎসা জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই এই সড়কে ঘটে যায় নজির বিহীন ঘটনা, ঘটনার বর্ণনা দিয়ে এলাকাবাসী জানান, বিগত ৪ বছর যাবৎ বিভিন্ন পত্র -পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও সরকারি কোন ব্যাবস্থা গ্রহণ করা হয় নি, আমাদের চলাচলের একমাত্র রাস্তা এটি আর সেই রাস্তার এমন দূর অবস্থার কারনে তালা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শালিখা ডিগ্রী কলেজ প্রায় ৯০০ছাত্র-ছাত্রীর আসা-যাওয়ার এক মাত্র সড়ক এটি, আসা-যাওয়ার সময় ছাত্র – ছাত্রীর পরিহিত ড্রেস নষ্ট হয় প্রতিনিয়ত। ব্যাবসা বানিজ্য সহ নানা বিধি ক্ষতির মুখে পড়তে হচ্ছে অন্তহীন। এলাকাবাসী দাবী, সড়কটি অনতিবিলম্বে সংস্কার না করা হলে মানববন্ধন সহ অবস্থান কর্মসূচি গ্রহন করা হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com