January 15, 2025, 11:00 am
বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। বুধবার (১৩ জুলাই) সকাল ৯ টায় সংসদ সদস্য’র নিজস্ব বাসভবনে গিয়ে এ ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন শিক্ষক নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. আমানুল্লাহ, সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক গাজী, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আবু অহিদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাকি বিল্লাহ, জেলা কল্যাণের সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার, সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, কলারোয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব, সহকারী প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইবাদুল ইসলাম, উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান প্রমুখ।
Comments are closed.