October 31, 2024, 3:12 am
সেঞ্চুরি করা রোহিত শর্মাকে তুলে নেয়ার পর বেশিক্ষণ আর অপেক্ষা করতে হয়নি। তার সঙ্গী লোকেশ রাহুলতেও অসাধারণ এক ডেলিভারিতে তুলে নিলেন বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেনতার অসাধারণ সেই ডেলিভারিতে ব্যাটের কানায় বল লাগিয়ে উেইকেটের পেছনে ক্যাচ দেন লোকেশ। মুশফিকের নেয়া ক্যাচটাও ছিল দুর্দান্ত। ৯২ বলে ৭৭ রান করে ফেরেন লোকেশ।এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৩২.৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৫। ৯ রান নিয়ে ব্যাট করছেন তিন নম্বরে ব্যাট করতে নামা বিরাট কোহলি। রিশাভ পান্ত নেমেছেন চার নম্বরে।
Comments are closed.