Sopone Das: বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শনিবার (১৩ জুলাই) সকালে মীর মহলে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এসময় এমপি রবি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার ভাল পরিবেশ তৈরীর জন্য তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ও লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, দাতা সদস্য মো. মহাসিনুল হাবিব মিন্টু, অভিভাবক সদস্য মো. হেলাল উদ্দীন, মো. মুনছুর আলী, মো. জিল্লুর রহমান, মো. রহমত আলী, মো. তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, সহকারি শিক্ষক হরেন্দ্রনাথ সরকার, মো. সামসুল হক, বিধান চন্দ্র বিশ^াস ও রঘুনাথ সরকারসহ তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।