March 18, 2025, 12:51 am
ঢাকা:জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় শুক্রবার (৫ জুলাই) বাদ জুমা বাইতুল মোকাররমসহ সারাদেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দোয়া মাহফিলে অংশ নেবেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলাসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা। এছাড়া, একই উপলক্ষে রামকৃষ্ণ গোস্বামী আখড়া ও মন্দিরে (পশ্চিম জুরাইন, ঢাকা) বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
Comments are closed.