February 17, 2025, 6:38 pm
স্টাফ রিপোর্টার: এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত ও হত-দরিদ্র শিশুদের পুষ্টিকর খাদ্য-খাবার নিশ্চিত করনের জন্যে ‘প্রজেক্ট অন্নযোগ’ শুভ উদ্বোধন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ক্লাব’র সভাপতি সৈয়দ সিরাজুল ইসলাম, জাতীয় মানবাধিকার কাউন্সিল খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক সালেকা হক কেয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আব্দুস শোকর শাওন, কাইছারুজ্জামান হিমেল, সহকারী শিক্ষক আলামিন হোসেন, এরাই হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলার কো-অর্ডিনেটর ফারিয়া সুলতানা যুথী, সামিউজ্জামান শ্রাবন, শারিকা রহমান, শেখ ইরতিয়াজ হোসেন, আবির, রাকিন হাসান, রিপন দাস, জান্নাতুন নাঈমাসহ সংগঠনের সদস্যরা।
Comments are closed.