March 28, 2025, 8:48 am
দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে দ্বিতীয় স্বর্ণ পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। আসরের তৃতীয় দিন সকালে কারাতে ডিসিপ্লিনের কুমি ইভেন্টে সেরার মুকুট জিতে নিয়েছেন আল আমিন।মঙ্গলবার (৩ ডিসেম্বর) পুরুষ এককে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন আল আমিন। এই অ্যাথলেট ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়েছেন।দারুণ প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় আল-আমিন বলেছেন, ‘বাংলাদেশকে যেহেতু দ্বিতীয় স্বর্ণ পদক এনে দিতে পেরেছি, তাই আমি খুব গর্বিত। নিজের চেষ্টা দিয়ে বাংলাদেশকে আমি কিছু এনে দিতে পেরেছি। বিদেশের মাটিতে দেশের পতাকা সবার উপরে তুলতে পেরে আমি ভীষণ গর্বিত অনুভব করছি।’আগের দিন দুপুরে তায়কোয়ান্দো ইভেন্টে আসরের প্রথম স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। তায়কোয়ান্দোর ২৯ বছর বা তার চেয়ে বেশি বয়সীদের পুমসে ক্যাটাগরিতে পদক জিতেছিলেন দিপু চাকমা।
Comments are closed.