November 2, 2024, 10:02 pm
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা গরুর বাজার এলাকায় একদল তরুণের পিটুনিতে মোবারক হোসেন (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, হামলাকারীরা নিহতের বন্ধু।বৃহস্পতিবার (১৮ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন পাশের ফৌজদার পাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।পাহাড়তলী থানার ওসি মঈনুর রহমান জাগো নিউজকে বলেন, ‘গতকাল রাতে নিহত মোবারকসহ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এর মধ্যে নিজেদের ভেতর কোনো একটি বিষয় নিয়ে তারা তর্কে জড়ায়। এক পর্যায়ে রুবেল নামে এক তরুণ মোবারককে গাছ দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মূল অভিযুক্ত রুবেল ও আরেক যুবক হৃদয়কে আটক করা হয়েছে।’পাহাড়তলী থানার এসআই ওমর ফারুক জানান, এলোপাথাড়ি পিটিয়ে ছেলেটিকে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা। নিহতের মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কাঠ দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Comments are closed.