December 11, 2024, 5:56 am
কবিতার নামঃ-ক্যাসিনো
লেখকঃ-আহসানুল হক
কোটি টাকা করে কামাই
খুলে ওরা ক্যাসিনো
ওদের কাছে হার মেনে যায়
টাকা তৈরির মেশিনও।
এক সময়ে ভাত ছিল না
ছিলনা ঘর, চাল-টিনও
এখন ওদের আয়েশ জীবন
ঘুরে প্যারিস, রোম-চীনও।
মদ, ইয়াবা-জুয়ার টাকায়
বাজায় আজকে সুখ বীণও
ওদের কী নেই মদদ দাতা ?
শক্তি যোগায় ভুত-জ্বীনও !
এই আমাদের কাটেনা তো
যুদ্ধ ছাড়া একদিনও
করছে নষ্ট সমাজ ওরা
দেশের প্রতি নেই ঋণও ।
Comments are closed.