January 2, 2025, 8:27 pm
পুলিশই জনতা জনতাই পুলিশ এর স্লোগানকে ধারণ করে গত ২৩/১০/১৯ ইং পুলিশ লাইন্স সাতক্ষীরা মাঠে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকাল ৩.৩০ মিনিট সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।উক্ত খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।পুলিশ ও জনগনের মধ্যে দুরত্ব কমাতে ও পুলিশের সাথে জনতার সুসম্পর্ক তৈরি করতে এবং কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।খেলায় জেলা পুলিশ দল বনাম বাবুলিয়া সপ্তগ্রাম রিক্রিয়েশন দল অংশ গ্রহণ করেন। এসময় জেলা পুলিশ দলের টিম লিডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো: সাইফুল ইসলাম। খেলায় উভয় পক্ষ ১ -১ গোল অর্জন করে। পরে আকাশে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের কারনে পুলিশ সুপার খেলার সমাপ্তি ঘোষনা করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ও প্রমোটেড পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ডা:আবুল কালাম বাবলা,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, হেড কোয়ার্টার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান,সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,ডিবি পুলিশের ইনচার্জ মহিদুল ইসলাম,সাতক্ষীরা থানার পরিদর্শক(তদন্ত) আবুল কালাম আজাদ,ডিএসবির পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী সহ সকল থানার ইনচার্জ গণ এসময় উপস্থিত ছিলেন।
Comments are closed.