October 23, 2024, 7:09 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
করোনায় আক্রান্ত মাহমুদউল্লাহ

করোনায় আক্রান্ত মাহমুদউল্লাহ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। পাকিস্তান সুপার লিগে(পিএসএল) খেলতে যাওয়ার আগে কোভিড-১৯ টেস্ট করালে দুদফার পরীক্ষায়ই তার ফল পজিটিভ এসেছে। সোমবার পিএসএল খেলতে রওনা হওয়ার কথা ছিল মাহমুদউল্লাহর। ভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটিতে যাওয়া হচ্ছে না বাংলাদেশের টি-টুয়েন্টি এই অধিনায়কের। পিএসএলের প্লে-অফে মুলতান সুলতানের জার্সিতে খেলার কথা ছিল তার। সুস্থ না হয়ে উঠতে পারলে নভেম্বরের মাঝামাঝিতে হতে যাওয়া বিসিবির বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলাও তার জন্য অনিশ্চিত।

টি-টোয়েন্টি অধিনায়কের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মেহেদী হাসান, নাঈম হাসানরা। এদিকে পিএসএলে খেলতে যাবেন তামিম ইকবালও। লাহোর কালান্দার্সের জার্সিতে প্লে-অফে নামবেন তিনি।সোমবার করোনা পরীক্ষা করিয়ে ফলের অপেক্ষায় আছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব আল হাসানও করোনা পরীক্ষা করিয়েছিলেন রোববার। তার ফল নেগেটিভ এসেছেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com