March 16, 2025, 12:51 am
করোনাভাইরাসে (কভিড-১৯) গত চব্বিশ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬৩ জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৮০ হাজার ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৪৯ জন। আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৬০১ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২২ হাজার ৩৬ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। প্রথম মৃত্যুর খবর আসে ১০ দিন পর।এ বছর মার্চে শুরু হয় করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র।
Comments are closed.