October 6, 2024, 10:52 pm
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে আরো প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে পৌনে ৬ লক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ১৩ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৮৫ লাখ ছুঁইছুঁই।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ২২ নভেম্বর, রবিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৫ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার ৭৫৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৩ লাখ ৮৬ হাজার ৩৩৪ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৩৭৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৪৩ জন করোনারোগী, যাদের মধ্যে ১ লাখ ২ হাজার ৩৯৬ জনের অবস্থা গুরুতর।
মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৬৬৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৯০ লাখ ৯৫ হাজার ৯০৮ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৬০ লাখ ৫২ হাজার ৭৮৬ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া ফ্রান্সে চতুর্থ সর্বোচ্চ ২১ লাখ ২৭ হাজার ৫১ জন ও রাশিয়ায় পঞ্চম সর্বোচ্চ ২০ লাখ ৬৪ হাজার ৭৪৮ জনের কোভিড-১৯ ধরা পড়েছে।
শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—স্পেন (১৫ লাখ ৮৯ হাজার ২১৯ জন), যুক্তরাজ্য (১৪ লাখ ৯৩ হাজার ৩৮৩ জন), ইতালি (১৩ লাখ ৮০ হাজার ৫৩১ জন), আর্জেন্টিনা (১৩ লাখ ৬৬ হাজার ১৮২ জন) ও কলম্বিয়া (১২ লাখ ৪০ হাজার ৪৯৩ জন)।
কোভিড-১৯ মহামারীতে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে প্রাণহানি বেড়ে ২ লাখ ৬১ হাজার ৭৯০ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সেখানে মোট ১ লাখ ৬৯ হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে। ভারতে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৩৩ হাজার ২৬৩ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ৩৭৩ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৫৪ হাজার ৬২৬ জনের প্রাণ কেড়েছে করোনা।
এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৪৯ হাজার ২৬১ জন), ফ্রান্স (মৃত্যু ৪৮ হাজার ৫১৮ জন), ইরান (মৃত্যু ৪৪ হাজার ৩২৭ জন), স্পেন (মৃত্যু ৪২ হাজার ৬১৯ জন) ও আর্জেন্টিনা (৩৬ হাজার ৯০২ জন)।
এছাড়া রাশিয়ায় ৩৫ হাজার ৭৭৮ জন (১১তম), পেরুতে ৩৫ হাজার ৫৪৯ জন (১২তম), কলম্বিয়ায় ৩৫ হাজার ১০৪ জন (১৩তম), দক্ষিণ আফ্রিকায় ২০ হাজার ৮৪৫ জন (১৪তম), ইন্দোনেশিয়ায় ১৫ হাজার ৭৭৪ জন (১৫তম), বেলজিয়ামে ১৫ হাজার ৩৫২ জন (১৬তম), চিলিতে ১৫ হাজার ৩০ জন (১৭তম), জার্মানিতে ১৪ হাজার ২৩৯ জন (১৮তম), পোল্যান্ডে ১৩ হাজার ২৮৮ (১৯তম), ইকুয়েডরে ১৩ হাজার ১৩৯ জন (২০তম), তুরস্কে ১২ হাজার ২১৯ জন (২১তম), ইরাকে ১১ হাজার ৯২৫ জন (২২তম), কানাডায় ১১ হাজার ৪০৬ জন (২৩তম), ইউক্রেনে ১০ হাজার ৮১৩ (২৪তম), রোমানিয়ায় ৯ হাজার ৯১৬ জন (২৫তম), বলিভিয়ায় ৮ হাজার ৯০৪ জন (২৬তম), নেদারল্যান্ডসে ৮ হাজার ৮৭০ জন (২৭তম), ফিলিপাইনে ৮ হাজার ৮০ জন (২৮তম), পাকিস্তানে ৭ হাজার ৬০৩ জন (২৯তম) ও মিসরে ৬ হাজার ৫৩৫ জন (৩০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
Comments are closed.