January 15, 2025, 5:18 am
কোভিড-১৯ মহামারীসহ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত জেলার পাঁচটি উপজেলার ৩৪ হাজার ৪৩ জন উপকারভোগীদের মাঝে ১৭ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে আশাশুনি, কালিগঞ্জ ও তালা উপজেলায় নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক ও সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে পৃথক এই তিনটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ’র চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ, এসডিএফ’র পরিচালক অপারেশন্স মো. গোলাম মোস্তফা, আঞ্চলিক পরিচালক মো. হেদায়েত উল্লাহ, পরিচালক ফিন্যান্স মো. মাহবুবুল আলমসহ স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ।
অনুষ্ঠানে জানানো হয়, জেলার তালা, কলারোয়া আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর এই ৫ টি উপজেলার কোভিড-১৯ মহামারীসহ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার ৪৩ জন উপকারভোগীদের মাঝে ৫ হাজার টাকা করে সর্বমোট ১৭ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকার নগদ অর্থ বিতরন করা হয়েছে। এর মধ্যে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় ১১ হাজার ৬৬০ জন উপকারভোগীকে ৫ কোটি ৮৩ লাখ টাকা, তালা উপজেলার ৮ হাজার ৯৯৪ জন উপকারভোগীর মাঝে ৪ কোটি ৪৭ লাখ ২০ টাকা বিতরন করা হয়। বাকি ৭ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকা কলারোয়া ও শ্যামনগর উপজেলার উকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।
Comments are closed.