February 17, 2025, 2:21 pm
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী চিত্রসম্পাদক আমিনুল ইসলাম মিন্টু। এই গুণী চিত্রসম্পাদকের বয়স হয়েছিলো ৮১ বছর। আমিনুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ফারহান ইসলাম।
ফুসফুসের নব্বই শতাংশে করোনাভাইরাসের আক্রমণ ছড়িয়ে পড়েছিলো গত পাঁচদিন ধরে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার পর গতকাল সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৩৯ সালের ৫ আগস্ট সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আমিনুল ইসলাম। তিনি প্রথম ১৯৮৬ সালে শ্রেষ্ঠ চিত্রসম্পাদক হিসেবে পুরস্কার অর্জন করেন ‘আঘাত’ সিনেমার জন্য। এরপর ১৯৮৭ সালে দিলীপ বিশ্বাসের ‘অপেক্ষা’, ১৯৯০ সালে ‘গরীবের বউ’ এবং সর্বশেষ ১৯৯৬ সালে দিলীপ বিশ্বাসের ‘অজান্তে’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।
এছাড়াও তিনি আমিনুল ইসলাম ‘আখেরি স্টেশন’, ‘তালাশ’, ‘পায়েল’, ‘আনাড়ি’, ‘চকোরী’, ‘চান্দ অর চাঁদনী’, ‘পীচঢালা পথ’, ‘দাগ’, ‘বিজলী’, ‘দি রেইন’, ‘সারেং বউ’, ‘অঙ্গার’ ও ‘গরীবের বউ’সহ দেড় শতাধিক বাংলা চলচ্চিত্রের সম্পাদনা করেছেন।
Comments are closed.