March 13, 2025, 7:09 pm
কলারোয়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টার সময় কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধনের পূর্বে কৃষি অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য শুভাযাত্রা বের হয়ে মেলা স্থলে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ভাইস-চেয়ারম্যান কাজী শাহাজাদা, কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবরারুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আকতার প্রমুখ। আগামী ৭ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা সমাপ্ত হবে। মেলার স্টলে বিভিন্ন প্রযুক্তি নির্ভর উদ্ভাবনি ফসল দর্শণার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।
Comments are closed.