January 3, 2025, 3:11 am
নিজস্ব প্রতিবেদক: কলারোয়ার চাঞ্চল্যকর ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষন মামলার প্রধান আসামী রাকিব হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিকদল রবিবার ভোর রাতে যশোর জেলার ঝিকড়গাছা থানার বাকড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। রবিবার বিকালে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এ.এস.পি মো. নাজমুল হক স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত রাকিব হোসেন (২০) কলারোয়া থানার আব্দুল খালেকের পুত্র। তিনি জানান, ওই স্কুল ছাত্রী স্কুলে যাতায়াতের পথে প্রায়ই তাকে কু প্রস্তাব দিতো রাকিব। এক পর্যায়ে গত ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে ওই স্কুল ছাত্রী ঘরের বাইরে এলে আগে থেকে ওৎ পেতে থাকা লম্পট রাকিব তাকে মুখ চেপে ধরে তাদের বসত বাড়ির পাশে পুকুরের দক্ষিণ পাড়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর কলারোয়া থানায় লম্পট রাকিবের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর পর থেকেই র্যাব-৬ এর সাতক্ষীর ক্যাম্প’র একটি আভিযানিক দল আসামী রাকিবকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করেন এবং অভিযান অব্যাহত রাখেন। এক পর্যায়ে রবিবার ভোর রাতে যশোর জেলার ঝিকড়গাছা থানার বাকড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত আসামী রাকিবকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে এই র্যাব কর্মকর্তা আরো জানান।
Comments are closed.