December 22, 2024, 6:07 am
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী হিজলদী বাজারের পাশে একটি রাসেল ভাইপার সাপের সন্ধান পাওয়া যায়। শুক্রবার (২১ জুন) সকাল ১০টার দিকে সাপটি দেখতে পাওয়ার পর স্থানীয়রা সেটি মেরে ফেলে। এর আগে একই এলাকায় আরো দুটি রাসেল ভাইপার সাপ দেখা যায় বলে জানান এলাকাবাসী।
কলারোয়ার হিজলদী গ্রামের মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মাঠে যান। এ সময় ধানক্ষেতের পাশে রাসেল ভাইপার সাদৃশ্য একটি সাপ দেখতে পান তিনি । সাপটি দেখার পরেই তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। পরে তিনি কিছু দূরে যেয়ে সাপের গতিবিধি লক্ষ্য করেন। একপর্যায়ে কৌশলে খুব সাবধানে আস্তে আস্তে সাপের কাছে গিয়ে সেটি মেরে ফেলেন তিনি ।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে সাপটি ভারতের সীমান্তে পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে। কিছুদিন আগে এই একই এলাকায় একজোড়া সাপ দেখা যায়। ধানক্ষেতে এরা বিশেষ করে আশ্রয় নেয়। রাসেল ভাইপার সদৃশ্য একটি সাপ মারা পড়ায় গ্রামবাসীর মধ্যে সাপ আতংক দেখা দিয়েছে বলে জানান তিনি।
Comments are closed.