December 21, 2024, 4:17 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
কলারোয়া থানা পুলিশের অভিযানে চার গাঁজাসেবীসহ ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার পাঁচ

কলারোয়া থানা পুলিশের অভিযানে চার গাঁজাসেবীসহ ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার পাঁচ

কলারোয়া tunto প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে চার গাঁজাসেবী সহ এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। মঙ্গলবার (২রা জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের পৃথক অভিযানে গ্রেফতার করা হয়।থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের নিদের্শনা মোতাবেক এসআই ফারুক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৌরসদরে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে হাসপাতালের পিছন থেকে গাঁজাসেবন করে মাতলামী করা অবস্থায় চার মাদকসেবীকে গ্রেফতার করা হয়।তারা হলেন- চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মাসুম বিল্লাহ (৩২), একই গ্রামের মাহাবুবর রহমান সরদারের ছেলে ইলিয়াছ সরদার (৩০), আজিজুল ইসলামের ছেলে আসাদুজ্জামান রনি (২৩) ও রফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ঝন্টু (২৩)। গ্রেফতারকৃত মাদক সেবীদের বিরুদ্ধে থানায় প্রসিকিউশন (২০)১৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।অপর এক অভিযানে থানার এএসআই রবিউল ইসলাম ও এএসআই মিজানের নেতৃত্ব সঙ্গীয় ফোর্সের সহায়তায় পূর্বের মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী চন্দনপুর গ্রামের কিনু মন্ডলের ছেলে শুকচাঁদ মন্ডল (৪০) কে বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামীদের মঙ্গলবার দুপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com