January 2, 2025, 7:51 pm
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছি বাজারের একটি দোকানে চুরি ও আরেকটি দোকানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। শনিবার রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটে। ওই বাজারের অন্যতম বড় মুদি ব্যবসায়ী আবুল কালামের দোকানে চুরি হয়েছে আর সার-কীটনাশক ব্যবসায়ী আক্তারুজ্জামান আতার দোকানে চুরির চেষ্টা হয়েছে বলে ওই দুই দোকানদার জানান। আবুল কালাম জানান, ‘প্রতিদিনের মতো বেচাকেনা করে রাতে দোকানে তালা লাগিয়ে বাড়িতে যান। সকালে এসে দোকান খুলে দেখেন ভিতরের জিনিসপত্র তছনছ। দোকান ঘরের উপরের টিন খোলা। প্রায় কুড়ি হাজার টাকার মতো মালামাল ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে গেছে বলে তিনি জানান। এদিকে সার ব্যবসায়ী আক্তারুজ্জামান আতা জানান, তার দোকানের তালা ভাঙতে না পেরে কে বা কারা তালায় সুপারগ্লু আঁটা ও বালি দিয়ে বন্ধ করে দিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাজার কমিটির সভাপতি আব্দুল হামিদ। এদিকে, সম্প্রতি কেঁড়াগাছি ইউনিয়নের কয়েকটি বাজার ও গ্রামে চোরের উৎপাত বেড়েছে জানিয়ে স্থানীয়রা চোরের উপদ্রব থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Comments are closed.